রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিআওয়ামী লীগ যে আশ্বাস দিয়ে নির্বাচনে এনেছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনিঃ জিএম...

আওয়ামী লীগ যে আশ্বাস দিয়ে নির্বাচনে এনেছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনিঃ জিএম কাদের

জয়নাল আবেদীনঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন এক এক করে কোন রাজনৈতিক দলকে টিকতে দেয়া হবেনা, কাউকে ঘরে ঢুকিয়ে, কাউকে জেলখানায় ঢুকিয়ে, কাউকে মাঠে নামিয়ে শেষ করা হবে, শুধু একটি দল থাকবে বাংলাদেশে, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে, এই নীলনকশা অনুযায়ী দেশ চলছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে এমন প্রশ্নের উত্তরে দলীয় চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১১ আসন পেয়ে প্রমাণ হলো হারিয়ে যাইনি, আমাদের ভরাডুবি হয়নি, জাতীয় পার্টিকে শেষ করার জন্য এত নাটক সাজানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।সংসদে বিরোধীদল কে হচ্ছেন ? এমন প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, এটা আমরা জানিনা, সাংসদদের সাথে আলোচনা করে দেখতে হবে।

তিনি সরাসরি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের (জাতীয় পার্টির) দলের মধ্যে অন্তর্কোন্দলের সৃষ্টি করেছে সরকার থেকে, তাদের শীর্ষমহল থেকে আমাদের কিছু লোককে ঢুকিয়ে দেয়া হয়, যারা আমাদের বিরোধীতা করবে, দলের বিরোধীতা করবে, তাদের পারপাজ সার্ভ করবে। আমরা অনেক সমস্যা নিয়ে অগ্রসর হচ্ছি, টিকে থাকতে চাচ্ছি।

জিএম কাদের বলেন, ২৬টি আসনে আওয়ামী লীগ নৌকা দেয়নি তবে দলীয় শক্তিশালী নেতাকে স্বতন্ত্র হওয়ার সুযোগ দিয়েছে। ছাড় দেওয়ার নামে প্রহসন করেছে সরকার তবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে বিজয়ী সংসদ সদস্য জিএম কাদের দাবি করেন, রংপুর এখনো জাতীয় পার্টির দুর্গই রয়েছে। আওয়ামী লীগ যে আশ্বাস দিয়ে নির্বাচনে এনেছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, “২৬টি আসনে আওয়ামী লীগ নৌকা দেয়নি; তবে দলীয় শক্তিশালী নেতাকে স্বতন্ত্র হওয়ার সুযোগ দিয়েছে। ২৫টি আসনেই এই অবস্থা ছিল। শুধু রংপুর-৩ আসনে তেমন প্রতিদ্ব›িদ্বতা ছিল না। ছাড় দেওয়ার নামে প্রহসন করেছে সরকার। আমরা এমন ছাড় চাইনি। জিএম কাদের বলেন, “নির্বাচনের আগ থেকে আমাদের প্রার্থীদের ওপর হামলা; নির্বাচনের দিন কেন্দ্র দখল; জোর করে ব্যালটে সিল মেরে ক্ষমতাসীন দলীয় নেতাদের জেতানোর ঘটনা ঘটেছে। এর পরিণাম আওয়ামী লীগ বুঝতে পারবে। ভবিষ্যতে তাদের আর কেউ আর বিশ্বাস করবে না।”এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আঁকড়ে ধরে থাকা “সমর্থনের” আসনগুলোও রক্ষা করতে পারেনি জাতীয় পার্টি।

বৃহত্তর রংপুর অঞ্চলকে ধরা হয় জাতীয় পার্টির দুর্গ হিসেবে। তবে মাটি আঁকড়ে থাকা জাপার “লাঙ্গল” এবার তার নিজ দুর্গে পরাস্ত। রংপুর জেলার ৬টি আসনের মধ্যে মাত্র দলটির চেয়ারম্যান জিএম কাদের একটি আসন পেয়েছেন। বাকিগুলো হাতছাড়া হয়েছে। এছাড়া পুরো রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। অধিকাংশ আসনে খোয়া গেছে জামানতও।পরাজয়ের মূল কারণ হিসেবে ভোটাররা বলছেন, দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে; উত্তরবঙ্গে কোথাও মজবুত সাংগঠনিক তৎপরতা নেই জাপা নেতাকর্মীদের। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির প্রতি আস্থাও কমেছে সাধারণ ভোটারদের মধ্যে।

তারা আরও বলছেন, সরকারি দলের “আঁচলের” নিচে থাকায় দলটি সম্পর্কে বিরূপ ধারণাও তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া অন্তকোন্দলের কারণেও জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। রাজনীতিতে কোমর ভেঙে পড়া দলটি উত্তরবঙ্গ থেকে বিলুপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করে জিএম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় জাপা। এর মধ্যে ১১টি আসনে জয়লাভ করে দলটি। জাপাকে ছাড় দেওয়া ২৬ আসনের মধ্যে রংপুর বিভাগে ছিল ৯টি। এর মধ্যে মাত্র তিনটিতে জয়ী হয়েছেন জাপার প্রার্থীরা। এরা হলেন রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদের, ঠাকুরগাঁও- ৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ এবং কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান। ছাড়ের বাকি ৬টি আসনে শোচনীয় পরাজয় হয়েছে জাপা প্রার্থীদের।ছাড় পেয়েও রংপুর বিভাগে শোচনীয় পরাজয় হয়েছে নীলফামারী-৩ আসনের লাঙ্গলের প্রার্থী রানা মোহাম্মদ সোহেলের, নীলফামারী-৪ আসনের আহসান আদেলুর রহমানের, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়াার আসিফের, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদের, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারীর এবং গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদের।এছাড়া লালমনিরহাট-৩ আসনে জিএম কাদেরের দখলে থাকা আসনটিও খোয়া গেছে আওয়ামী লীগের কাছে। এই আসনে এবার প্রার্থী হননি জিএম কাদের।

১৯৯০ সালে এরশাদের ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন সময় তিনি “কারাগারে” গেলে ক্রমেই তার জনপ্রিয়তা বাড়ে উত্তরের জনপদে। প্রথমে রংপুরে তৈরি হয় জনবিস্ফোরণ; ক্রমে তা ছড়িয়ে পড়ে আশপাশের জেলাতেও। ৯০ এর দশকে রংপুর বিভাগের ২২টি আসন দখলে ছিল জাপার। তবে জনপ্রিয়তা কমতে থাকে ২০০১ সালের নির্বাচনের পর থেকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের সঙ্গী হয়ে নির্বাচনে অংশ নেয় জাপা। ওই নির্বাচনে জাতীয় পার্টিকে ৩২ আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ।২০১৪ সালে বিএনপির বর্জনের মধ্যে নির্বাচনে এসে বিনা প্রতিদন্দ্বিতায় ২০টি এবং ভোটে লড়ে ১৩টি আসন নিশ্চিত করে জাপা। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে দলটি।

একইভাবে ২০১৮ সালে মহাজোট হয়ে ২২টি আসন পায়; এবারও সংসদে প্রধান বিরোধী দল হয় তারা। এবার দলটির আসন আরও কমে ১১-তে দাঁড়িয়েছে।তবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে বিজয়ী সংসদ সদস্য জিএম কাদের দাবি করেন, রংপুর এখনো জাতীয় পার্টির দুর্গই রয়েছে। আওয়ামী লীগ যে আশ্বাস দিয়ে নির্বাচনে এনেছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments