সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeরাজনীতিআ’লীগ-বিএনপির প্রভেদ বাকশাল আর গণতন্ত্রে : মঈন খান

আ’লীগ-বিএনপির প্রভেদ বাকশাল আর গণতন্ত্রে : মঈন খান

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের সত্যিকার ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না। যতই উপন্যাস লেখা হোক না। আওয়ামী লীগ দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি, তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু তাদের ভূমিকা কী ছিল সেটা সবার জানা। সেদিন আওয়ামী লীগ দায়িত্ব পালন করেনি। সবাই পলায়ন করেছিল। মিথ্যাচার দিয়ে একটি দেশের নেতা হওয়া যায় না, রাষ্ট্র পরিচালনা করা যায় না।’

‘১৯৭১ সালে ১৬ ডিসেম্বর সবার মুখে মুখে ছিল সিক্সটিন ডিভিশন। সিক্সটিন ডিভিশন হলো যারা মুক্তিযুদ্ধ করেনি। তারা বিজয়ের পর বাংলাদেশে যুদ্ধ করেছিল। এই সিক্সটিন ডিভিশন পরিচালনা করছে সরকার,’ বলেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক সেটি তো আমাদের বন্ধুরাষ্ট্র তার রাষ্ট্রপতি ভবন থেকে জানিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দেয়ার সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কিন্তু আওয়ামী লীগের অনেকে ছিলেন। কেউ কিন্তু এই ঘোষণা দেয়ার সাহস পাননি। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার।’

কোনো লোভ জিয়াউর রহমানকে স্পর্শ করতে পারেনি জানিয়ে মঈন খান বলেন, ‘যে উন্নয়নে কথা এ সরকার বলে, সে উন্নয়ন তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেন। রেমিট্যান্স, গার্মেন্টস শিল্প তিনি প্রথম চালু করেছিলেন। মুক্তবাজার অর্থনীতি কল্যাণে তিনি স্থিতিশীল করেছিলেন দেশকে। তলাবিহীন ঝুড়ির দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। স্বাধীনতার পর এদেশে একটি দাঙ্গা হয়েছিল সেদিন প্রত্যেক বর্ণের গোষ্ঠী মানুষকে তিনি পরিচয় দেন জাতীয়তাবাদ। এটি পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ।’

তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল সেটি নিরসনে কাজ করে গেছেন জিয়াউর রহমান। সেই রাখাল রাজার জানাজায় যত মানুষ হয়েছিল পৃথিবীতে কারো জানাজায় এত লোক এখন পর্যন্ত হয়নি।’

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছে- মন্তব্য করে মঈন খান বলেন, ‘তাদের (সরকার) পায়ের নিচে মাটি নেই। অনেকে বলে, এই সরকার কি আরো পাঁচ বছর থাকবে? তখন বলি, স্বৈরাচার এরশাদ চলে যাওয়ার আগেও কি কেউ জেনেছিল যে তিনি চলে যাবেন? তিনিও গেছেন! আমি বলতে চাই, এই সরকার শূন্যের উপর টিকে আছে। এদের পায়ের নিচে মাটি নাই।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments