শনিবার, মে ১৮, ২০২৪
Homeরাজনীতিদুঃখ হয়, আপনাদের ভালো কথা বললেও অন্যভাবে নেন : আইনমন্ত্রী

দুঃখ হয়, আপনাদের ভালো কথা বললেও অন্যভাবে নেন : আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয়, আপনাদের (সাংবাদিক) ভালো কথা বললেও অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। হত্যার ৪২ বছরেও আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনাও আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করতে অনেক সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের কাছে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

আনিসুল হক বলেন, ‘আইনি কাঠামোতে বলা আছে, যারা অপরাধী নয়, তাদের ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকে ধরতে হবে।’

এ সময় মন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে আজ নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া সফরে এসেছেন আইনমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি মামলায় পুলিশ যদি তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দেয়ানোটা ঠিক? তাদের তদন্তে যত দিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য, তাদের ততটুকু সময় দিতে হবে। সেটা যদি ৫০ বছর হয়, ৫০ বছর দিতে হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments