বাংলাদেশ প্রতিবেদক: সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের চলমান দুই আন্দোলনের দাবিগুলোকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে নিজেদের অবস্থান প্রকাশ করেছে বিএনপি। এই দুই আন্দোলন সম্পর্কে দলের অবস্থান জানাতে শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোর সঙ্গে বিএনপি একমত। আশা করি, সময় থাকতে সরকার ছাত্র সমাজের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।
তিনি বলেন, একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের যে প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থন যোগ্য। তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের শুধু বেতনের ওপরনির্ভর করতে হয়। এ জন্য স্কিমের অর্থ দেওয়াটা তাদের ওপর অত্যাচার-নির্যাতনের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি কখনো সরকারে যাই এটা (প্রত্যয় স্কিম) যদি তখন পর্যন্ত টিকে থাকে তাহলে এটা বাতিল করব।
বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোটা কিছুটা থাকতে পারে। তবে সেটা কখনোই ৫৬ শতাংশ নয়। বড় জোর ১৫ শতাংশ হতে পারে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে অনেক আগে। সেখানে এমনিতেই মুক্তিযোদ্ধাদের অনেকে নেই, অনেকে বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তাদের সন্তানরা কোটায় চাকরি পেতে পারেন। তবে সেটার নাম করে যে কাউকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে, টাকার বিনিময় হাজার হাজার সার্টিফিকেট দিয়ে চাকরি ব্যবস্থা করে দিচ্ছে। সেটা কখনোই সমর্থন করতে পারি না।
মির্জা ফখরুল আরও বলেন, সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিগুলো যেভাবে দমিয়ে রেখেছে। সেই পুরোনো কৌশলেই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমানোর সব অপচেষ্টা ব্যর্থ বলে বিশ্বাস করি। কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো দমানো যায় না।
বিএনপি মহাসচিব বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান, পরীক্ষাসহ সব কর্মকাণ্ড বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃত পক্ষে এটি সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে দুর্বল আর্থিক খাত মেরামত করার একটা কৌশল।