রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিহাসপাতালে সাবেক মন্ত্রী মান্নান, মেডিকেল বোর্ড গঠন

হাসপাতালে সাবেক মন্ত্রী মান্নান, মেডিকেল বোর্ড গঠন

বাংলাদেশ প্রতিবেদক: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে।

নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস ও বুকের ব্যাথার কারণে আজ মঙ্গলবার সকালে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। তাকে মেডিসিন বিভাগের কেবিনে রাখা হয়েছে।

এমএ মান্নানের চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। তিনি জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় এবং বুকের ব্যথা করে। সেজন্য পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এম এ মান্নানের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সকালে নিরাপত্তার মধ্যদিয়ে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে সুমামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ‍পুলিশ। আদালত থেকে ওইদিন তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত শনিবার অসুস্থ্য হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে সিলেট কেন্দ্রীয় কারা হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ওসমানী হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। এর আগে একাধিবার তার জামিন নামঞ্জুর করেন আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments