শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeরাজনীতিআগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে : মামুনুল হক

আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে : মামুনুল হক

বাংলাদেশ প্রতিবেদক: আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘স্বৈরাচারী মাফিয়া হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।’

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে চত্বরে খেলাফত মজলিসের গণসমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মামুনুল হক বলেন, ‘আগে দেশ বাঁচান, দেশের স্থিতিশীলতা বজায় রাখুন। সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’

হাফেজ মাওলানা মো: মসলেউদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেমী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

মামুনুল হক বলেন, ‘সব জায়গায় ষড়যন্ত্র চলছে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতা করা যাবে না।’

অন্তর্বর্তী সরকাকে ইঙ্গিত করে বলেন, ‘সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করুন। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকাকে জবাবদিহিতা করতে হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments