রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিসরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, এ নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইবো, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন।

ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, এতে আপত্তি নেই বরং আনন্দিত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবে না।

মির্জা ফখরুল বলেন, আপনারা দল করবেন, দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।

শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল উল্লেখ করে তিনি বলন, আজ সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজ আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সে গণতন্ত্রে ফিরে যেতে পারিনি।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন, আমরা সরকার একটি দিয়েছি, সে সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব হাসিনা যে জঞ্জাল সৃষ্টি করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো ন্যূনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দেবে তারা। সে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদের চাইবে তাদের ক্ষমতায় নিয়ে আসবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments