বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeপ্রবাসের খবরলন্ডনে বিএন‌পির প্রার্থীসহ চার বাংলা‌দেশীর ৩১ বছ‌রের কারাদণ্ড

লন্ডনে বিএন‌পির প্রার্থীসহ চার বাংলা‌দেশীর ৩১ বছ‌রের কারাদণ্ড

লন্ডন প্রতিনিধি: বাংলা‌দেশী ভিসা জা‌লিয়া‌তি ও ব্রি‌টিশ সরকা‌রের ১৩ মি‌লিয়ন পাউন্ড হাত‌ি‌য়ে নেবার ঘটনায় যুক্তরা‌জ্যে চার বাংলা‌দেশীসহ পাচঁ জন‌কে ৩১ বছ‌রের কারাদ‌ণ্ডে দ‌ণ্ডিত করে‌ছে অাদালত‌। চক্র‌টি ৭৯ টি ভূয়া কোম্পানী খু‌লে বহু বাংলা‌দেশী নাগ‌রি‌কের জাল কাগজপত্র তৈরী ক‌রে অ‌ভিনব কায়দায় জা‌লিয়া‌তির জাল বিস্তার ক‌রে। লন্ড‌নের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট শুক্রবার এ সাজা দেন।

অাদাল‌তের রা‌য়ে রেজাউল ক‌রিম‌কে মামলা চলাকা‌লে দোষ স্বীকার করায় সা‌ড়ে দশ বছরের সাজা দেয়া হয়। অন্য দ‌ণ্ডিতরা হ‌লেন রেজাউ‌লের অাপন ভ‌গ্নিপ‌তি এনামুল ক‌রিম (৩৪), কা‌জি বরকত উল্লাহ (৩৯), মে‌াহাম্মদ ত‌মিজ উদ্দীন (৪৭)। এরা সবাই বাংলা‌দেশী বং‌শোব্দুত। অপর দ‌ণ্ডিত হ‌লেন একাউনটেন্ট জালপা ত্রি‌পেদী (৪১) । তি‌নি ভারতীয় বং‌শোব্দুত। এ‌দের ম‌ধ্যে রেজাউল, এনামুল ও বরকত গতকাল রায় ঘোষণার সময় পলাতক ছি‌লেন।

এক‌টি সুত্র জানায়, তার‌া বাংল‌া‌দে‌শে অবস্থান কর‌ছেন। অাদালতের রা‌য়ে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে, যুক্তরা‌জ্যের বি‌ভিন্ন ক্যাটাগরীর ভিসার অা‌বেদ‌নে জা‌লিয়া‌তির দা‌য়ে এ পাচঁ জন‌কে ভিন্ন ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। অাদাল‌তের ‌বিচারক মা‌র্টিন গ্রীন‌ফিথ ব‌লেন, প্রতারকচ‌ক্রের উ‌দ্দেশ্য ছিল ব্রি‌টে‌নের হোম অ‌ফিস‌কে বোক‌া বা‌নি‌য়ে ভিসা ইস্যু করা‌নো এবং তা তারা পে‌রে‌ছে। তা‌দের জা‌লিয়াতির মাধ্য‌মে ১৮ জন ই‌তিম‌ধ্যেই ব্রি‌টে‌নের ভিসা পে‌য়ে‌ছেন। তারা এখন ব্রি‌টে‌নে নাগ‌রিক‌ত্বের জন্য কাগু‌জে সক্ষমতা পে‌য়ে‌ছেন। দুজন পে‌য়ে‌ছেন ব্রি‌টে‌নে স্থায়ী বসবা‌সের সু‌যে‌াগ।

অাদাল‌তের প্র‌সি‌কিউটার জু‌লিয়‌ান ক্রি‌ষ্টোফার ব‌লেন, এ জা‌লিয়া‌ত চ‌ক্রের জা‌লিয়া‌তি ব্রি‌টে‌নে সমসাম‌য়িক সব জা‌লিয়াতি‌কে হার মা‌নি‌য়ে‌ছে। এ চ‌ক্রের মূল হোতা অাবুল কালাম ওর‌ফে রেজাউল ক‌রিম ব‌লে অাদাল‌তের রা‌য়ে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে। তি‌নি যুক্তরাজ্য বিএন‌পির সা‌বেক সদস্য ও বাংলা‌দেশে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে ঝালকা‌ঠি-১ অাসন থে‌কে বিএন‌পির ম‌নোনয়ন প্রত্যাশী। ‌তি‌নি বর্তমা‌নে নির্বাচ‌নে অংশ নি‌তে বাংলা‌দে‌শে অবস্থান কর‌ছেন। শ‌নিবার দিনভর ফো‌নে তার সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হলেও তি‌নি ফোন ধ‌রেন‌নি।

আমাদের সময় ডটকমের পক্ষ থেকে রেজাউল ক‌রি‌মের ব্যাপা‌রে যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেকের কাছে জানতে চাইলে এ ব্যাপা‌রে তি‌নি কোন মন্তব্য কর‌তে রাজি হননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments