বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeপ্রবাসের খবরআমেরিকায় আরও ৮ জনসহ ১৭৫ বাংলাদেশির মৃত্যু

আমেরিকায় আরও ৮ জনসহ ১৭৫ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: পরিস্থিতির উন্নতি বলা হলেও ১৯ এপ্রিল নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২৮ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর তালিকায় দিনটিতে আমেরিকায় আরও ৮ জন বাংলাদেশির নাম যোগ হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১৭৫ জন বাংলাদেশির মৃত্যু হলো। লকডাউনের সীমাবদ্ধতার কারণে তথ্য সংগ্রহে সমস্যা হওয়ায় বাংলাদেশিদের মৃত্যুর এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে কেউ কেউ মনে করেন।

১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ওই সাত বাংলাদেশি হলেন-এনওয়াইপিডি ট্রাফিক সেকশন কমান্ডার মোহাম্মদ মুজিব চৌধুরী, এবাদ হোসাইন, মো. আলী, হাফেজ আহমদ মোল্লা, তালেব আহমেদ চৌধুরী, খন্দকার মোসাদ্দিক ও আলী সাদেক।
এদিকে আমেরিকায় লকডাউন তুলে নেওয়ার দাবিতে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে। অন্যদিকে প্রতিদিনই মৃত্যুর মিছিল বাড়ছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত আমেরিকা। দেশটিতে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে হতে এরই মধ্যে ৪০ হাজার পেরিয়ে গেছে। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। তবে নিউইয়র্কের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। গড়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। উন্নতির এ ধারা ধরে রাখার জন্য জোর চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কী হচ্ছে এসব? এ নগরীর প্রতিটা সুবধা গ্রহণ করেছেন কিন্তু নিউইয়র্ক নগরীর প্রয়োজনের সময়ে আপনি কোথায়?’ তিনি বলেন, যে নগরীতে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছেন, যে মানুষদের নিয়ে বেড়ে উঠেছেন তাঁদের রক্ষা করতে তিনি ব্যর্থ হচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments