মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeপ্রবাসের খবরত্রিপুরায় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার

ত্রিপুরায় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক: দেশে ফেরার পথে কথিত ১০ অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। তারা ৬ থেকে ৭ মাস আগে কাজের সন্ধানে ত্রিপুরা গিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক রাজিব সিং।

শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে আরো বলা হয়, আগারতলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় রাজনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এসব ব্যক্তি ভারতে প্রবেশের পর আগরতলার রাজধানী ত্রিপুরার বিত্তেরবান এলাকায় অবস্থান করছিলেন। এর মধ্যে মোহাম্মদ মাসুদ রানা নামে একজন বলেছেন, আমরা সাত মাস আগে দিনমজুর হিসেবে কাজের সন্ধানে এখানে এসেছি। লকডাউনের কারণে এখন এখানে কাজ নেই।

তাই আমরা দেশে ফিরে যাচ্ছিলাম। উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২৫ মার্চ থেকে লকডাউনে রয়েছে ভারত। দু’বার এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ আগামী ১৭ই মে পর্যন্ত এর মেয়াদ থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments