শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাবিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

বিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

কাগজ ডেস্ক: মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে সুযোগ পেতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গেল শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদের বানি গালার বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্বকাপ ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে স্থান পাওয়া ১৭ ক্রিকেটার।

এসময় ‘৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সাম্প্রতিক সময়ে আমিরের ফর্ম ও ফিটনেস নিয়ে কথা বলেন। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমার ফিটনেসের মানোন্নয়নে কাজ কর। তা হলেই তুমি উইকেট পেতে শুরু করবে।

বাজে ফর্মের কারণে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি আমিরের। সবশেষ ৯ ওয়ানডে ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে অভিজ্ঞতার বদৌলতে তাকে ক্রিকেটের বৈশ্বিক আসরের দলে দরকার মনে করছেন সাবেক পাক কিংবদন্তিরা। সেই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো তারকারা।

আমিরের আগুনে বোলিংয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাকে দলে জায়গা দেয়ার সুযোগ রেখেছে। তবে এজন্য বাঁহাতি পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ফিরতে হবে ফর্মে। প্রদর্শন করতে হবে অনন্য নৈপুণ্য।

আগামী ২৩ এপ্রিল ৮৩ দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন সরফরাজ বাহিনী।

দ্বিপক্ষীয় সিরিজ শেষে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তারা। উদ্বোধনী দিনের পরের দিন ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবেন বাবর-হাসনাইনরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments