শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাযে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ: সাকিব

যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ: সাকিব

কাগজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৫ রান করার পর বল হাতে গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানোটা অবশ্যই খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস জন্ম দেয়। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদেরকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। এমনটাই মনে করছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি সেটা আমরা আগে থেকেই জানি। সে জন্য আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এর আগে আমরা আয়ারল্যান্ডে ছিলাম। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সাথে আসলেই ভালো খেলেছি। সেটাই আমাদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। এই টুর্নামেন্টে অনেক কিছু বিষয় আমাদের প্রমাণ করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খেলোয়াড়দের সবাই আত্মবিশ্বাসী। তারা জানে, যে কোন বড় দলকে হারানোর যোগ্যতা আছে আমাদের।’

বিশ্বকাপে এর আগেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সেটা ২০০৭ বিশ্বকাপে। সেবারো টাইগারদের দলে ছিলেন সাকিব। তবে তখন তিনি আজকের মতো এত পরিণত ছিলেন না। এই ১২ বছরে তিনিসহ দল অনেক এগিয়ে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘বারো বছর হয়ে গেছে! এতো দিনে আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। সেই সময় আমরা শুধু ভালো খেললেই সান্তনা পেত দর্শকরা; কিন্তু এখন শুধু যে কোন দলকে হারালেই সন্তুষ্ট হন না তারা। এই বারো বছরে এতবড় প্রত্যাশা তৈরি করতে পেরেছি আমরা। আমি খুবই খুশি, তবে এটা সবেমাত্র টুর্নামেন্টের শুরু।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments