মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeখেলাধুলাশ্রীলঙ্কার শর্ত মানা সম্ভব না: পাপন

শ্রীলঙ্কার শর্ত মানা সম্ভব না: পাপন

বাংলাদেশ প্রতিবেদক: শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে তাদের ওখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরে শ্রীলঙ্কা সফরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শ্রীলঙ্কা বোর্ডের ওপর বিরক্তিও প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কেন শ্রীলঙ্কায় অনুশীলন করতে দেয়া হবে না-এ নিয়েও সমালোচনা করেন বিসিবি বস পাপন। এমন অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপও খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত বা কন্ডিশনসমূহ পৃথিবীর ইতিহাসে বিরল।

এ সময় বিভিন্ন দেশের খেলার প্রসঙ্গের উদাহরণ দিয়ে পাপন বলেন, অনেক দেশ স্বাস্থ্যবিধি মেনে খেলছে। করোনার মধ্যে সেসব দেশে যে প্রক্রিয়ায় খেলা হচ্ছে। সেটাও মানছে না লঙ্কান ক্রিকেট বোর্ড।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments