শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeখেলাধুলাবৃষ্টি ছাপিয়ে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

বৃষ্টি ছাপিয়ে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

বাংলাদেশ প্রতিবেদক: দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ওভারেই খেই হারিয়ে ফেলে স্বাগতিক বাংলাদেশ। পরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিব। শুরুর সেই ধাক্কা সামলে নিয়ে দলে টেনে তুললেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম। ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম শতক। যা শ্রীলঙ্কার বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি।

তবে সেঞ্চুরির পথে দুইবার বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। তাতে অবশ্য দমে যাননি তিনি। ৮৫ রানের সময় প্রথমবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আবারও খেলা শুরু হয়। ৮৫ থেকে চলে যান ৯৬ তে। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতেই হানা দেয় বৃষ্টি।

৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপদের মুহূর্তে হাল ধরেন মুশফিক। তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বিদায় নেন ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে। তবে একপ্রান্ত আগলে রেখে ত্রাতার ভূমিকায় হাজির হন মুশফিক।
মুশফিকের সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
সর্বশেষ আপডেট ৬.৪ অভারে ১ উইকেট হাড়িয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৪ রান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments