শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeখেলাধুলাটি-টোয়েন্টিতে সাময়িক বিরতি ঘোষণা তামিমের

টি-টোয়েন্টিতে সাময়িক বিরতি ঘোষণা তামিমের

বাংলাদেশ প্রতিবেদক: টি-টোয়েন্টিতে সাময়িক বিরতি ঘোষণা করেছেন তামিম ইকবাল। অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত এ ফরম্যাটে আর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলন করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

তবে প্রয়োজন হলে চলতি বছরের শেষদিকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন, এমন আভাস দিয়েছেন তিনি। যদিও তার দরকার হবে না বলে আশা প্রকাশ করেন ৩২ বছর বয়সী তামিম।

দেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট রেখে ১৭৫৮ রান করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন দেশসেরা এই ওপেনার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments