বাংলাদেশ প্রতিবেদক: শুরুতে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পর মেহেদী হাসান ও আফিফ হোসেনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আফগানিস্তান। তাদের ইনিংস শেষ হয় ২১৫ রানে।

২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুরা বেশ খারাপ যায় বাংলাদেশের। তরুণ পেসার ফারুকির আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

পরে ১১.২ ওভারে ৬ষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান।

এরপর বাংলাদেশের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ১৪৫, ৬ উইকেটের বিনিময়ে। মিরাজের সংগ্রহ ৭৯ বলে ৫৭ রান আর আফিফ করেছেন ৬২ বলে ৪৯।

Previous articleকাফনের কাপড় পরে বরগুনায় তিন বোনের অনশন
Next articleচাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ ৫ জনের মৃত্যু, মনোহরগঞ্জে শোকের ছায়া
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।