বাংলাদেশ প্রতিবেদক: অস্ট্রেলিয়ার কাছে এমন বিবর্ণ ব্যাটিং হয়তো প্রতিপক্ষও আশা করেনি। নিজ দেশের মাটিতে বিশ্বকাপ, স্বাগতিক হয়েও অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং দুর্দশা দৃষ্টিকটূই বটে। নিউজিল্যান্ডের বিপক্ষে অজিরা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। ফলে ৮৯ রানের বড় ব্যবধানে জয় নিয়ে স্বপ্নের মতো বিশ্বকাপ মিশন শুরু করলো কিউইরা।

শনিবার সিডনির এ ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের দেয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যখন মাত্র ৩৭ রান, ততক্ষণে সাজঘরে টপ অর্ডারের তিন ব্যাটার। হাত গরম হয়ে উঠার আগেই ফিরেছেন ডেভিড ওয়ার্নার। দাঁড়াতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর মিচেল মার্শও। ৪ রানের ব্যবধানে ফিরেছেন এ দু’জন। ফিঞ্চ ১৩ ও মার্শ করেন ১৬ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো অব্যাহত থাকে অস্ট্রেলিয়ার। মার্নাস স্টয়নিস ১৪ বলে করেন মাত্র ৭ রান। টিম ডেভিড আর ম্যাথু ওয়েডও দাঁড়াতে পারেননি আজ। টিম ডেভিড করেন ১১ রান, ওয়েড ফিরেন মাত্র ২ রানে। ঘুরে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করেন ম্যাক্সওয়েল। তাকেও ফিরতে হয় ২০ বলে ২৮ রানে। প্যাট কামিন্স করেন ১৮ বলে ২১ রান। মাত্র ৬ রানে ৩ উইকেট শিকার করেন টিম সাউদি। ৩ উইকেট শিকার করেন সান্টনারও। শেষ দিকে স্টার্ক আর জাম্পাকে তুলে নিয়ে ইনিংসের ইতি টানেন ট্রেন্ট বোল্ট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২০১ রানের টার্গেট দেয় কিউইরা। ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছেন ওপেনার ডেভন কনওয়ে। আরেক ওপেনার ফিন অ্যালেনের ব্যাটিং দেখে মনে হতেই পারে, যেন ভিডিও গেমস চলছে। কে বলবে এই ব্যাটার আজই প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছে!

দুই কিউই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীরাও যেন খানিক সময়ের জন্য হয়ে গিয়েছিলেন কিংকর্তব্যবিমূঢ়। তাদের প্রথম ৩ ওভারেই আসে ৪৬ রান। ডেভন কনওয়েকে দর্শক বানিয়ে মাত্র ৪ ওভারে ফিন এলেন স্কোরবোর্ডে যোগ করেন ৫৬ রান। দলীয় পঞ্চম ওভারে যখন হ্যাজলউডের শিকার হয়ে ফিন অ্যালেন সাজঘরে ফিরেন, নামের পাশে তখন ৫ চার আর ৩ ছক্কায় ১৬ বলে ৪২ রান।

পরের উইকেটের দেখা পেতে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে আরো ৮ ওভার। ২৩ বলে ২৩ রানে কেন উইলিয়ামসনের বিদায়ে ডেভন কনওয়ের সাথে গড়ে তোলা ৬৯ রানের জুটি ভাঙে ১৩তম ওভারের শেষ বলে। হ্যাজলউডের দ্বিতীয় শিকার হয়ে গ্লেন ফিলিপস ফিরে যান ১০ বলে ১২ রানে। তবে ডেভন কনওয়ে খেলতে থাকেন নিজের মতো করে। শেষ দিকে জিমি নিশামকে সাথে নিয়ে ২৪ বলে গড়ে তোলেন হার না মানা ৪৮ রানের জুটি। ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে, জিমি নিশামের ব্যাটে আসে ১৩ বলে ২৬ রানের ইনিংস।

Previous articleবাউফলে বিচারপ্রার্থী নারীকে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ
Next articleকলাপাড়ায় নিরাপদ সড়ক দিবস পালিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।