বাংলাদেশ প্রতিবেদক: টি-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানরা সহজ জয় পেয়েছে। আইরিশদের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস ৫০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আশায় বুক বাঁধতে দেননি আইরিশদের।

ধনঞ্জয়া ২৫ বলে ৩১ করে ফিরলেও কুশল মেন্ডিস হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন মেন্ডিস। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। ২২ বলে ৩১ আসে আসালাঙ্কার ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আইরিশরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায়। ধনাঞ্জয়া ডি সিলভার বলে সাজঘরে ফেরেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এরপর ধারবাহিক উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়। ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর।

অপরদিকে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মাহেশ থিকসানা ও ওয়াহিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।

Previous articleনোয়াখালীতে সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
Next articleনোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।