শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeখেলাধুলাআউট হননি সাকিব

আউট হননি সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: আবারো আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি বাংলাদেশ। আরো একবার আম্পায়ারদের ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশকে। ভালো শুরুর পরও আম্পায়ারদের একটি ভুল সিদ্ধান্তে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ, হারিয়ে ফেলে মোমেন্টাম। যেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ, অতঃপর পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হার।

ঘটনাটি বাংলাদেশের ব্যাটিং চলাকালে ১১তম ওভারের পঞ্চম বলে। আগের বলে সৌম্য সরকার আউট হওয়ার পর উইকেটে এসে শাদাব খানের প্রথম বলটাই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে রসায়ন জমেনি। বল সাকিবের বুট ছুঁয়ে চলে যায়। পাকিস্তান দল স্বাভাবিকভাবেই আবেদন করলে আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক আঙুল তুলবেন কি তুলবেন না, তা নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত আঙুল উঁচিয়ে ধরেন তিনি।

তবে আম্পায়ার হোল্ডস্টোকের আঙুল তুলতে খানিকটা সময় লাগলেও রিভিউ নিতে দেরি করলেন না সাকিব আল হাসান। তার শারীরিক ভাষাই বলে দিচ্ছিল আম্পায়ারের সিদ্ধান্তে তিনি কতটা বিস্মিত!
যাই হোক, রিভিউয়ে স্পষ্টভাবে বল ব্যাটে লেগেছে দেখা গেলেও টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে কোন এক অজানা কারণে বহাল থাকলেন হোল্ডস্টকের এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে।

অথচ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটে লেগেছে। আল্ট্রা এজে দেখা মিলে সেটির প্রমাণও। ধারাভাষ্যকারও তখন নট আউট বলে তাদের মতামত জানান। তবুও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে বহাল থাকেন ল্যাংটন। আমলে নেয়া হয়নি তিন মিটারের নিয়মও। তাতেই শুরু হয় বিতর্ক।

দর্শক থেকে সমর্থক, এমনকি পাকিস্তানি সমর্থকরা পর্যন্তও বিস্মিত হন আম্পায়ারের এমন সিদ্ধান্তে। সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরাও আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ও অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার টম মুডিও জানান, ‘সাকিব পরিস্কারভাবেই নট আউট ছিল।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments