শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাযে কারণে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

যে কারণে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

বাংলাদেশ প্রতিবেদক: ব্যাটে-বলে এবারের বিপিএল জমিয়ে তুলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু হঠাতই এলো দুঃসংবাদ; টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন তারা।

পাকিস্তানের উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং তেমনটাই দাবি করল। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পিসিবির সূত্রে ডেইলি জং জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর সাথে চুক্তি করা খেলোয়াড়েরা আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এই নির্দেশ দিয়েছে।

পিএসএলের দলগুলো আসরটি শুরু হওয়ার আগেই তাদের খেলোয়াড়দের প্রাণবন্ত ও চাঙ্গা করে তুলতে চায়। এজন্যই পিএসএল শুরুর আগেই ক্রিকেটারদের দেশে এসে আবহাওয়ার সাথে খাপখাইয়ে নিতে বলা হচ্ছে।

পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরো একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হয়েছে।

এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতেখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে, পিএসএলের অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ১৩ ফ্রেব্রুয়ারি। ওই দিন মুলতান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানসের মধ্যে অনুষ্ঠিত হবে আসরের প্রথম ম্যাচ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments