বাংলাদেশ প্রতিবেদক: শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় হয়ে গেল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা। যেখানে সাবেক-বর্তমান ক্রিকেটারদের পদচারনায় মুখর হয়ে থাকলো চারপাশ। এখানে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন কোনো নাম না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত নাঈমুর রহমান দুর্জয়, সাধারন সম্পাদক পদে দেবব্রত পাল।

কোয়াবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমি আপনাদেরকে একটা কথা জানাই। আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, আপনারা সবাই সেটা জানেন। ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর সেই কথাই বলে না বলতে গেলে।’

ক্রিকেট নিয়ে নিজের ব্যস্ততা উল্লেখ করে পাপন আরও যোগ করেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’

এসময় পারিবারিক এক অনুষ্টানে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে পাপন বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানত। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা, আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে বের হব, তখন সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম! আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলুন তো? আমি তো সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশি।’

আরও পড়ুন  ছাত্রীদের মাথা ঢেকে স্কুলে আসতে বলায় সেই স্কুলের স্বীকৃতি বাতিল করল রাজ্য সরকার
Previous articleএকজায়গায় ভোট দিলে ভোট অন্য জায়গায় যাবে, আমি কীভাবে নির্বাচন করব: মেয়র আরিফুল
Next articleধনীদের আয় বেড়েছে ৬৪ ভাগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।