সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: জাকির-শান্তর আগ্রাসী ব্যাটে ৩৭০ রানের লিড

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: জাকির-শান্তর আগ্রাসী ব্যাটে ৩৭০ রানের লিড

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচে ২য় দিন শেষে নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসানের জোড়া ফিফটিতে ৩৭০ রানের বড় লিড নিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি টেনে নিয়ে সেঞ্চুরি করার পথে দুর্দান্ত শান্ত। জাকির-শান্তর জুটির সংগ্রহ ১১৬। সমান ৫৪ করে অপরাজিত শান্ত ও জাকির।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ২য় ইনিংসে সংগ্রহ ১৩৪/১। এখন পর্যন্ত লিড ৩৭০ রানের, কাল নতুন সকালে আরও বড় করার মিশনেই নামবে শান্ত-জাকির জুটি।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দল। নিয়মিত বিরতিতে তারা হারায় উইকেট। আগুন বোলিংয়ে এবাদত হোসেন দখলে নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া শরিফুল, মিরাজ ও তাইজুল যথাক্রমে নেন ২টি করে উইকেট।

প্রথমে এবাদত হোসেন, শরিফুলের পেস তান্ডব! এর পর তাইজুল-মিরাজের স্পিন বিষে নীল আফগানিস্তান। প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ১৪৬ রান করতেই, খেলতে পারে কেবল ৩৯ ওভার। ফলো-অনের সুযোগ থাকলেও আফগানদের এমন লজ্জায় ফেলেনি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ফলে ২৩৬ রানের বড় লিড নিয়ে বাংলাদেশ ২য় ইনিংসে ব্যাটিংয়ে নামে। শুরুর ওভারের শেষ বলে ক্যাচ তুললেও জীবন পান মাহমুদুল হাসান জয়। পরের ওভার যেন নাটকীয়তায় ভরপুর। প্রথম বলেই নিজাত মাসুদকে বাউন্ডারি হাঁকান জয়। দুই বল ডট খেলে নো বলে ফের হাঁকান চার। পরের বলে রান আউটের সুযোগ মিস করে আফগানিস্তান। এগেইন জয়ের ব্যাটে বাউন্ডারি!

পাঁচ বলে ১৩ রান তোলা মাহমুদুল জয় ওভারের শেষ বলে স্লিপে হয়েছেন ক্যাচ। তবে সরাসরি বল যায়নি স্লিপে, জয়ের ব্যাট ছুয়ে বল আঘাত করে উইকেটকিপার আফসার জাজাইয়ের প্যাডে লেগে বল যায় প্রথম স্লিপে থাকা ইব্রাহিম জাদরানের হাতে। ১৩ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন জয়।

এরপর শান্ত-জাকিরের ব্যাটে বাড়ছে লিড। ৯ ওভারেই বাংলাদেশের সংগ্রহে আসে ৬০ রান। এই দুইয়ের ওয়ানডে মেজাজের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই ৩০০ রানের লিড ছাড়িয়ে যায় বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারে টানা চারটি চার মারেন নাজমুল হোসেন শান্ত। ইয়ামিন আহমদজাইয়ের ওভার থেকে আসে মোট ১৭ রান। জাকির-শান্ত’র এই জুটির শতরান পূর্ণ হয় ১১১ বলে।

জহির খানকে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৫৬ বলে পঞ্চাশ করেন জাকির হাসান। যা তার টেস্ট ক্যারিয়ারের ২য় ফিফটি। পরের বলে একই স্টাইলে শান্তর ফিফটি। ৬১ বলে ৭ চার হাঁকিয়ে পঞ্চাশ ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগের ইনিংসের মতো এবারও কি শান্ত ছুটছেন শতকের পথে?

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments