সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeখেলাধুলাদলে 'তামিমপন্থীদের' প্রভাব থাকতে পারে, দাবি সাকিবের

দলে ‘তামিমপন্থীদের’ প্রভাব থাকতে পারে, দাবি সাকিবের

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ দল বিতর্ক মাথায় নিয়ে বিশ্বকাপে এসেছে। তামিম ইকবালকে বাদ দেওয়া, টিভিতে এক সাক্ষাৎকারে সাবেক অধিনায়ককে তুলাধুনা করার নেতিবাচক প্রভাব বিশ্বকাপে ফেলতে পারে বলে স্বীকার করেন বাঁহাতি এ অলরাউন্ডার।

ভারতে চলতি বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে টাইগার শিবির। কিন্তু পরে টানা ৫ ম্যাচে হার যার শেষটা আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে। ২৩০ রানের জবাবে ১৪২ রানে অলআউট হয়ে ৮৭ রানে হারে বাংলাদেশ। এমন হারের ব্যাখ্যা নেই টাইগারদের কাছে। শুধু তাই নয়, বিশ্বকাপে কেন বাংলাদেশ ছন্দ খুঁজে পাচ্ছে না? এমন প্রশ্নের জবাব নাকি অধিনায়ক নিজেও জানেন না। বলেছেন জানলে হয়তো উন্নতি করতে পারতেন আর এমন ফলও হতো না।

তবে বিশ্বকাপে দলের এমন আকস্মিক বাজে পারফরম্যান্সের পেছনে অধিনায়ক সাকিব দায় দেখছেন জাতীয় দলে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালের অনুসারীদেরও। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালকে নিয়েও বেশ বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন অধিনায়ক সাকিব। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের জায়গা না পাওয়া এবং তামিমকে নিয়ে সাকিবের বিতর্কিত একটি সাক্ষাৎকার আলোচনা–সমালোচনার আগুনে ঘি ঢেলেছিল।

সাকিবের কাছে তাই জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? সাকিব সম্ভাবনাটা একেবারে নাকচ করে দেননি, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। কিন্তু টানা পাঁচ হারে সেই স্বপ্ন মলিন হয়ে গেছে। অধিনায়ক সাকিব আল হাসান তো স্বীকার করলেন, এটাই দেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্স। নেদারল্যান্ডসের বিপক্ষে হারটিও বাংলাদেশ দলের সবচেয়ে বাজে হার হিসেবে আখ্যাও দিলেন।

অথচ এই বিশ্বকাপ নিয়ে আশার ঝাণ্ডা উড়িয়ে ছিলেন সাকিব নিজেই। তার চোখে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। সেই স্বপ্নের মৃত্যু ঘটাল নেদারল্যান্ডসের কাছে পরাজয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments