বুধবার, মে ১, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনয় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৬ হাজার ৫'শ টাকা জরিমানা

চান্দিনয় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৬ হাজার ৫’শ টাকা জরিমানা

ওসমান গনি: কুমিল্লার চান্দিনা বাজার যানজট মুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় সড়কের ফুটপাত দখল করার অপরাধে দোকানিদের জরিমানা করেন তিনি। এতে ৭ টি মামলায় ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। চান্দিনা থানার এসআই মো. লতিফুর রহমান, এ এস আই মো কবির হোসেন এর নেতৃত্বে পুলিশ টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

ব্যস্ততম সড়কের চান্দিনা বাজারে অবাধে যত্র-তত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে দোকান-পাট, অবৈধ সিএনজি, মোটর সাইকেল, অটোরিকসা পার্কিং ও দলবেধে সারাক্ষণ সড়ক যানজট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও কখনও সৃষ্ট ও যানজট দীর্ঘ হয়ে সড়কের উভয় পাশে অন্তত ১ কিলোমিটার বিস্তার করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments