বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeপ্রশাসনঅফিসের সময় কমানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অফিসের সময় কমানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময় কমানো বা ভার্চুয়াল অফিস চালু করার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অফিস সময় কমিয়ে হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অথবা এ দুটিই হতে পারে। অফিসে যতটুকু না করলেই না, এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছি। সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, কেউ বলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা, তবে এটা এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই করা হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সিদ্ধান্তটা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments