শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসাহিত্যকবিতামানুষ কি নেই নিরুপায় ক্ষণে : আকিব শিকদার

মানুষ কি নেই নিরুপায় ক্ষণে : আকিব শিকদার

মানুষ কি নেই নিরুপায় ক্ষণে
আকিব শিকদার

এখানে মানুষ এমন ছিলো না কখনো
এখানে পরিবেশ ছিলো না এমন বৈরী, আমার
চিরচেনা মাতৃভূমিতে। এখানে ছিলো না প্রতিযোগিতা
অন্যকে টপকে যাওয়ার, অপরের মনে-
প্রতিহিংসার বীজ বুনে দেওয়া চাতুরী এখানে ছিলো না, ছিলো না
অধপতনের গতি বেগতিক।

এখানে এখন মানবন্তরে বিস্তৃত
কালকূট, মানুষের মুখ আকাশচুম্বী দানবীয়
রূপ ধরে করেছে আড়াল আমাদের সোনালি আকাশ।
অবিশ্বাসের ঘুণ আর স্বপ্নভঙ্গের অভিশাপ
এসেছে নেমে আমাদের সবার উপর
দুরারোগ্য ব্যাধির মতো সঙ্গোপনে, গড়েছে
আশ্রম নিচ্ছিদ্র নিরাপদ।

এমন একটি মানুষ কি নেই, বুক ফুলিয়ে
যে পারে বলতে- ‘আমি সত্যের সন্ধানী-
মিথ্যার মুখে মারি লাত্থি, অধপতনের
টেনে ধরি লাগাম আর সভ্যতার নামে অসভ্যের আচরণ
দেখেও না দেখার ভান ধরে থাকি না পড়ে।’
এমন একটি মানুষ কি নেই, নিরুপায় ক্ষণে যাকে ডেকে
বলা যায়- ‘জ্বলে ওঠো আপন শক্তিতে-
আমরা তোমার বিপ্লবী অগ্নিস্ফুলিঙ্গ
নেবো ধার, ফিরিয়ে দেবো হাজার দীপের দীপালী।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments