মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

রংপুরে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জয়নাল আবেদীন: নানা আয়োজনে বিভাগীয় নগরি রংপুরে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।সকালে রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউন হল মঞ্চে আলোচনার সভার আয়োজন করে । অনুষ্টানে বক্তারা বলেন বর্মানে পরিবারে এবং রাষ্টের কাছে প্রতিবন্ধীরা আর বোঝা নয় । তারও এখন উচ্চশিক্ষা গ্রহন করছে । সমাজে তারও বেশ ভূমিকা রাখছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিফ আহসান । জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম, রংপুর সিভিল সার্জন, হিরম্ব কুমার রায় রংপুর মহানগর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সুকান্ত ভৌমিক । স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক আব্দুল মতিন ।অনুষ্টানে ১০জন প্রতিবন্ধীর মাঝে ১০ টি হুইল চেয়ার বিতরন করা হয় । এছাড়াও প্রতিবন্ধী শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় । প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments