শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঝিকরগাছায় আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারী

ঝিকরগাছায় আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারী

শহিদুল ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ ও শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লো গানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ওয়ার্ড পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মধ্যে থাকা ১৭ হাজার ৪শত ৩৫জন কৃষকদের থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে বাছাইকৃত ১ হাজার ৯শত ৮৩ জন কৃষকদের নিকট হইতে মাথাপ্রতি ০১ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।

অনুষ্ঠানের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত দার্য়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপত্বিতে ও উপজেলা খাদ্য গুদাম অফিসার প্রবোধ কুমার পাল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা শিক্ষা (প্রাথমিক) অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাশ, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রতিনিধি পিএস নাসির উদ্দীন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই (নি:) হাফিজুর রহমান, গদখালি ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান, উপ সহকারী উদ্ভদ সংরক্ষণ অফিসার আব্দুল হক, উপ সহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন, মফিজুর রহমান, আব্দুল আওয়াল, অর্ধেন্দু পাড়ে প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments