মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসাহিত্যকবিতাওরা পৌছে গেছে কিনা স্বর্গে - স্বপঞ্জয় চৌধুরী

ওরা পৌছে গেছে কিনা স্বর্গে – স্বপঞ্জয় চৌধুরী

ওরা পৌছে গেছে কিনা স্বর্গে
– স্বপঞ্জয় চৌধুরী

জানিনা ওরা পৌছে গেছে কিনা স্বর্গে,
আম-ভাত-দুধ ওরা পাবেতো ওখানে
পাবেতো দু’একটা শুকনো খেজুর,
সরস কণ্ঠে গাওয়া-‘আমরা করবো জয়”
ওরা গাইছে কি ওখানে।
একটু ঘুমোবার জন্যে ওরা পাবে কি
ছোট্ট একটি নরম বালিশ?
ঘুমন্ত নরম ঠোঁট বেয়ে ওদের
গড়িয়ে পড়বে কি নিষ্পাপ লালা?

জানিনা ওদের দেহের বিচ্ছিন্ন অংশগুলো
ঠিকঠাক পৌঁছে গেছে কিনা স্বর্গে,
ওরা কি মার্বেল চোখ দিয়ে দেখছে
ছাইরঙা ধাবমান মেঘ?

জানিনা ওদের আর কতজনকে গুনতে হবে,
আর কত দেখতে হবে খুনে ভেজা থুতনি
আর ভয়ার্ত চোখ,
হে উড়ন্ত যমপাখি তোমার ডানা ঝাপটানো থামাও;
তোমার জখমলোভী চোখদু’টো বন্ধ করো।

জানিনা ওদের আর কতজনকে গুনতে হবে,
প্রাকৃতিক ডোমঘরে ওদের আর কত দেখবো?
খুনে ভেজা কতগুলো শার্টের বোতাম, কলার,
জুতোর বেল্ট, পোড়া জায়নেমাজ, থসবির পুতি
এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে
টুকরো টুকরো গোশতো, পোড়া হাড্ডি।

জানিনা ওরা খুনপ্রিয় মানুষের ভিড়ে
ঠিকঠাক পৌছে গেছে গেছে কিনা স্বর্গে,
হে উড়ন্ত যমপাখি তোমার ডানা ঝাপটানো থামাও;
তোমার জখমলোভী চোখদু’টো বন্ধ করো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments