বুধবার, মে ১, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তরুণীসহ গ্রেফতার ৯

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তরুণীসহ গ্রেফতার ৯

বাংলাদেশ প্রতিবেদক:  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রঘুরামপুর পশ্চিম মাঝিপাড়া(বাচ্চু মিয়া মীর ওরফে ফখরুদ্দিন বাচ্চুর ভাড়াটিয়া বাসা হইতে ইং ২৯/১২/২০২১ তারিখ বিকাল অনুমান ১৬.২৫ ঘটিকার সময় অপহরনকারী আসামী ১। ফাহিমা আক্তার মীম ওরফে ফারজানা(১৯),পিতামৃত-ফয়সাল, স্বামী-আল আমিন, সাং-আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, লিচু বাগান, এপি-রঘুরামপুর পশ্চিম মাঝিপাড়া (বাচ্চু মিয়া মীর ওরফে ফখরুদ্দিন বাচ্চুর ভাড়াটিয়া বাসা)(ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং বর্নিত স্থান হইতে মামলার ভিকটিম ফিজা রহমান(১৭), পিতা-ফয়জুর রহমান, মাতা- সীমা রহমান সাং-ষ্টেশন রোড, নূর জাহান কমপ্লেক্স, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে উদ্ধার করেন।

এসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আলালপুর পূর্বপাড়া বটগাছতলাস্থ জালাল খা এর দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ০২(দুই)টি সোনার বার সাদৃশ্য বস্তু, যাহার ওজন অনুমান ৩২.৮২(বত্রিশ দশমিক বিরাশি)গ্রাম সহ প্রতারক আসামী ১। মোঃ সাহাবুদ্দিন ওরফে সামু(৩৬), পিতামৃতঃ ইসলাম উদ্দিন, সাং-চর হরিপুর (শনির বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আলালপুর পূর্বপাড়া বটগাছতলাস্থ ধৃত আসামী মোঃ মিজানুর রহমান এর বসতবাড়ী হইতে সর্বমোট ২১(একুশ)পিস ইয়াবা ট্যাবলেট যাহা স্বচ্ছ সাদা পলিথিন কাগজ দ্বারা মোড়ানো, যাহার সর্বমোট ওজন ২.১(দুই দশমিক এক)গ্রাম, মোট মূল্য (৫০০X২১)=১০,৫০০/-(দশ হাজার পাঁচশত)টাকা সহ মাদক ব্যবসায়ী ০৩জন আসামী ১। মোঃ মিজানুর রহমান (৩৬), পিতামৃতঃ নুরুল ইসলাম ফরাজী, সাং-আলালপুর পূর্বপাড়া, বটগাছতলা, ২।মোঃ নুরুল আমিন(২৮), পিতা-আঃ বারেক, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া, ৩।নাজিম মীর(৩০), পিতা-হাজী জাফর আলী মীর, সাং-রঘুরামপুর সব্জিপাড়া (খানকা শরীফ সংলগ্ন), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)আমিনুল, এএসআই(নিঃ)মোজাম্মেল এবং এএসআই(নিঃ) সানজিদ রহমান অত্র থানা এলাকার বিভিন্ন স্থানে জিআর গ্রেফতারী পরোয়ানামূলে মোট ০৪জন আসামীদের গ্রেফতার করেন।

আসামীরা হলেন ১। খালেদ মাহমুদ সাইফুল্লাহ ওরফে সোহাগ (৩০), পিতা-শফিকুল ইসলাম, সাং-চর নিলক্ষীয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ২। মোঃ নাদিম মিয়া (১৯), পিতা-মোঃ লোকমান হেকিম, সাং- চর নিলক্ষীয়া ভাটিপাড়া বন্দের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৩। মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মারফত আলী, সাং-চরকালিবাড়ী ময়লাকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৪। ১। মোস্তফা (৪০),পিতা-শহর আলী, সাং-অষ্টধর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে

প্রকাশ থাকে যে, অপহৃত ভিকটিম ফিজা রহমান(১৭), পিতা-ফয়জুর রহমান, মাতা-সীমা রহমান সাং-ষ্টেশন রোড, নূর জাহান কমপ্লেক্স, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ২৯/১২/২০২১ তারিখ বিকাল অনুমান ১৬.২৫ ঘটিকার সময় অত্র থানাধীন রঘুরামপুর পশ্চিম মাঝিপাড়া(বাচ্চু মিয়া মীর ওরফে ফখরুদ্দিন বাচ্চুর আসামীর ভাড়াটিয়া বাসা হইতে উদ্ধার করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments