সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেসরকারি ক্লিনিক গুলোয় রোগী টানতে গ্রামে গ্রামে মাইক ঘুরছে। চিকিৎসা সেবায় সব না থাকলেও তা আছে জানিয়ে মাইকে চলছে প্রচার প্রচারনা। স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টার গুলো চিকিৎসা সেবায় নানা সুযোগ সুবিধার কথা জানিয়েও প্রচার প্রচারনা চালানো হয়ে
আসছে। প্রচারে জানানো হচ্ছে কোনদিন খ্যাতনামা কোন বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। রোগীদের সিরিয়ালের
জন্য আহবান জানানো হচ্ছে। এছাড়া প্রচারনায় জোর দিয়ে বলা হচ্ছে আর বড় শহরের কোথাও চিকিৎসা
সেবায় যেতে হবে না। আপনার দোড় গোড়ায় উল্লাপাড়াতেই সব হচ্ছে। খোজ নিয়ে জানা যায় প্রচার প্রচারনায়
একাধিক ক্লিনিকের যেসব মেশিনারীজ নেই তাও আছে জানানো হচ্ছে। এ বিষয়ে ঢাকা ক্লিনিকের ব্যবস্থাপনা
পরিচালক মোঃ মনিরুজ্জামান মনি বলেন তার নিজের ক্লিনিকের পক্ষে মাইকে প্রচারনা হয়। এ প্রচারনায়
রোগীরা গ্রামে থেকে জানতে পারে কোনদিন কোন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিকে বসবেন। তিনি আরো বলেন
রোগীদের চিকিৎসা সেবায় যেসব মেশিনারীজ নেই তা জানিয়ে প্রচার প্রচারনা করা ঠিক নয়। এমন মিথ্যা
প্রচারনা এক ধরনের প্রতারনা বলে তিনি মনে করেন।