হাসানুজ্জামান তুহিন: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন শাহজাদপুরকে শিক্ষা নগর হিসেবে গড়ে তোলা হবে। এই শাহজাদপুরকে দেশের মানুষ যেন শিক্ষা নগর হিসেবে চিনতে পারে।
সোমবার শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুলের বাার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন আরও বলেন, শিক্ষার বিকল্প নাই। শাহজাদপুরে রংধনু স্কুল আামদের গর্ব। এই স্কুলের লেখাপড়ার মান অন্যান্য স্কুলের চেয়ে ভিন্নতর। রংধনু স্কুলের মতোন প্রতিটি বিদ্যালয়ের এ ধরনের শিক্ষা ব্যবস্থা করা উচিত। তিনি আরও বলেন, মাননীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিয়েছেন এছাড়া শাহজাদপুরে শতভাগ বিদুৎতায়ন, রাস্তা-ঘাট, গ্রামকে শহর রুপান্তিরিত করার যে উন্নয়ন করেছেন তা অব্যাহত রাখতে পুনরায় নৌকাকে বিজয়ী করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সিনিয়র শিক্ষক সন্তোষ বসাক, শ্যামল দত্ত, আশরাফুজ্জামান, মঈনউদ্দিন, নিরঞ্জন পাল প্রমুখ। এদিকে, ফলাফল প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে কাচারিবাড়িতে সাজসাজ- রব পড়ে যায়। এরআগে প্রধান অতিথি আসলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।