শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামাশরাফির নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

মাশরাফির নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্তজার নিরাপত্তা বহরের দায়িত্বে থাকা ডিবি পুলিশের কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টুর (৪০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মাশরাফির নির্বাচনী গণসংযোগে তার নিরাপত্তার দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।
ঘটনার সময় মনিরুজ্জামানের সঙ্গে থাকা পুলিশ সদস্য মো. বায়েজীদ হোসেন গণমাধ্যমকে জানান, সকাল থেকে মাশরাফির বহরে দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুরে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
মো. মনিরুজ্জামান মিন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার বাদ এশা নামাজের পর নড়াইল পুলিশ লাইনে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে। মৃত এএসআই মনিরুজ্জামানের স্ত্রী সন্তান সম্ভবা বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments