শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মিরুর জামিন বাতিল

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মিরুর জামিন বাতিল

হাসানুজ্জামান তুহিন: আওয়ামীলীগ ও মেয়র থেকে বরখাস্তকৃত হালিমুল হক মিরুকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। সাংবাদিক শিমুলের নুরন্নাহার খাতুনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সাথে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির বিষয়ে নির্দেশনা ছিল শাহজাদপুর মানুষের দীর্ঘ আঙ্খার এক প্রতিফলন। আদালতের আদেশগুলি ছিল শাহজাদপুরের সচেতন সাধারণ মানুষের পেশাগত দায়িত্ব পালন কালে নিষ্ঠুর ভাবে মৃত্যুবরণ করা সাংবাদিক শিমুল হত্যা বিচারের যেন মহাবাণী। শিমুল হত্যা মামলার আসামী প্রধান আসামী মেয়র মিরু ছাড়া অন্য সকল আসামী উচ্চ আদালত থেকে নেয়া জামিন নিয়ে মুক্ত থাকায় শিমুলের পরিবারের আত্মীয়-স্বজনেরা দীর্ঘদিন যাবত অজানা এক আতঙ্কে দিন কাটাচ্ছে। আসামী পক্ষ থেকে দীর্ঘদিন যাবত নি¤œ আদালতে নানান অযুহাত তৈরি করে মামলা দীর্ঘ সূত্রতায় নিয়ে যাওয়ায় শিমুলের নিকটজন সহ সংকিত ছিল সহকর্মী সাংবাদিকরা। তাই তারা দীর্ঘদিন যাবত দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রিয় সহকর্মীর হত্যা মামলার বিচার দাবী করে আসছিল। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠালেও অজানা কারণে স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসেনি এখনও। তাই আদালতের এই নির্দেশনা যেন দীর্ঘ দাবিরই প্রতিফলন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments