শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কালর্ভাটের মুখ ভরাটে ৬’শ বিঘার জমির পানি নিস্কাশনের পথ বন্ধ

উল্লাপাড়ায় কালর্ভাটের মুখ ভরাটে ৬’শ বিঘার জমির পানি নিস্কাশনের পথ বন্ধ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সড়ক পথের কালর্ভাটের মুখ মাটিতে পুরোপুরি ভরাট করে দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা আটকে দেওয়া হয়েছে। একটি আবাদী মাঠের প্রায় ৬’ শ বিঘা জমির পানির নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ করে দেওয়া হলো। এলাকার দুটি পরিবারের লোকজন এ কাজটি করেছে। কালর্ভাট স্থানে সড়ক ক্ষতি থেক রক্ষায় সরকারি অর্থে ক’দিন আগে প্যালাসাইডিং নির্মাণ করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে বিষয়টি সরজমিনে দেখা হয়েছে। বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাগদা কাচা সড়কটি পাকা করনে অনেক আগেই দরপত্র আহব্বান করা হয়েছে। এ সড়কে পাগলা গ্রামের পূর্ব প্রান্তে একটি কালর্ভাট নির্মান করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা ও জানা যায়, পাগলা উত্তর পাড়া গ্রামের আবাদী মাঠের প্রায় ৬’শ বিঘা জমির বন্যা ও বৃষ্টির পানি নিস্কাশনের একমাত্র পথ হলো এ কালর্ভাট। এ কালর্ভাটে মাঠটি পানি পাশবর্তী মুক্তাহার নদীতে গিয়ে পরে। এ কালর্ভাটের এক পাশের মুখ স্থানীয় দুটি পরিবারের লোকজন গত ক’দিন আগে মাটি ফেলে ভরাট করে দিয়েছে। পরিবার দুটির প্রধান হলো মোঃ রব্বানী ও মোঃ আকছেদ আলী। এরা অন্যত্র কাজে থাকায় তাদের সাক্ষাত মেলেনি। তবে আকছেদ আলীর স্ত্রী শাহিনুর খাতুন জানান তাদের বসতবাড়ির জায়গা কমে মাটি ফেলে ভরাট করেছেন। উপস্থিতদের একজন ছানোয়ার হোসেন জানান কালর্ভাটটির মুখ ভরাটের পানি নিস্কাশনের একমাত্র পথটি বন্ধ হলো। পাগলা গ্রামের মোঃ আব্দুর রউফ জানান কালর্ভাটের মুখ ভরাটে পানি নিস্কাশনের পথ আটকে দেওয়ায় আবাদী মাঠটিতে জলবদ্ধতা দেখা দেবে। উল্লাপাড়া মডেল থানার এস আই রিপন সাহা জানান তিনি সরজমিনে সেখানে গিয়ে বিষয়টি দেখেছেন। মাটি ভরাটকারীদেরকে তিনি মাটি সরিয়ে কালর্ভাটের মুখ খুলে দেওয়ার বিষয় জানিয়েছেন। বড়হর ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম নান্নু জানান তিনি বিষয়টি জেনে সংশ্লীষ্ট ওয়ার্ডের মেম্বর আকছেদ আলীকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। ইউপি মেম্বর আকছেদ আলী জানান তিনি মাটি ফেলে মুখ ভরাটের বিষয়টি না করলেও তারা তা মানেনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান বিষয়টি সংশ্লীষ্ঠ ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments