শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিঢাকা উত্তর সিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন যারা

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন যারা

সদরুল আইন: ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে(ডিএনসিসি) মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ২৫ জানুয়ারি, শুক্রবার।

যারা মনোনয়ন ফরম তুলেছেন তা হলেন-আদম তমিজী হক, মোঃ আতিকুল ইসলাম, মোঃ ইয়াদ আলী ফকির, মোঃ কুতুব উদ্দীন, রাশেল আশেকী, মোহাম্মদ আরিফ হোসেন(আরেফিন মোল্লা), শহিদুল্লা ওসমানী।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ্য অবস্থায় লন্ডনে মারা যান আনিসুল হক।

তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপ নির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল।

তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।

এরপর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই দিনে আওয়ামী লীগ এ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানায়।

আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

এতে বলা হয়, এ তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments