বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রবিউল ইসলাম: সদর উপজেলার দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান রুবেল পিকআপ ভ্যান চাপায় নিহত হওয়ার জড়িতদের গ্রেফতার, টোল আদায় বন্ধসহ বিভিন্ন দাবীতে আজ সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় জনতা। এসময় বক্তব্য রাখেন পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন রুবেল, মুরাদ হোসেন, পলাশ, শাহজাহান মাষ্টার, আব্দুল গফুর মাষ্টার, মোরশেদ আলম সবুজ, আনোয়ার হোসেন প্রমুখ। লক্ষ্মীপুরে ৮ দিনে শিক্ষক রুবেলসহ ১২ দূর্ঘনায় নিহত ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এসময় বক্তারা, লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা মোড় হতে রামগতি সড়কের পিয়ারাপুর পর্যন্ত সড়ক সংস্কার, সড়কে গাড়ী পার্কি নিষিদ্ধ করা, গাড়ীর গতি নির্ধারণ, রাস্তায় গাড়ী আটক করে টোল আদায় বন্ধ করা, লাইসেন্স বিহীন গাড়ী ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং দূর্ঘটনায় জড়িত চালক ও গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ বিভিন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেয়। উল্লেখ যে, গত বৃহস্পতিবার প্রিআপ চাপায় শিক্ষক রুবেল নিহত হয়। এ ছাড়া ৮ দিনে জেলায় একই পরিবারের ৬জনসহ মোট ১২ সড়কে দূর্ঘটনায় প্রাণ হারায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments