শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকিডনী রোগে আক্রান্ত সাঁথিয়ার মেধাবী ছাত্রী জাকিয়া বাঁচতে চায়

কিডনী রোগে আক্রান্ত সাঁথিয়ার মেধাবী ছাত্রী জাকিয়া বাঁচতে চায়

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ার মেধাবী এতিম ছাত্রী জাকিয়া বাঁচতে চায়। গত দেড়মাস ধরে জাকিয়া কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইন্সটিটিউট মীরপুর ঢাকায় চিকিৎসাধীন রয়েছে । তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে হয়। চিকিৎসক বলেছেন জাকিয়ার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ১০লাখ টাকা লাগবে। এতিম জাকিয়ার অভিভাবকের পক্ষে এত টাকার যোগান দেয়া সম্ভব নয়। জাকিয়া শিশুবন্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। জাকিয়ার বাড়ী উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুদা গ্রামে। পিতা মৃত আঃ রহিম। জাকিয়ার জন্মের এক বছর পরেই বাবা মারা যায় । এরপর থেকে গরীব নানা নন্দনপুর গ্রামের জামাত আলীর বাড়ী থেকে নন্দনপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে।সে এসএসসি পরীক্ষার্থী। ফুটফুটে চেহারার অসহায় জাকিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে জাকিয়ার গরীব নানা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments