শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে এক প্রবাসীকে মারধর ও চাঁদাবাজীর অভিযোগ

রায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে এক প্রবাসীকে মারধর ও চাঁদাবাজীর অভিযোগ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীকে মারধর ও চাঁদাবাজীর অভিযোগে তাজল ইসলাম হাওলাদার নামে এক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাজল ইসলাম চরআবাবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের প্রথম যুগ্ম- আহবায়ক। বুধবার রাতে একই ইউনিয়নের গাইয়ারচর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে তসলিম উদ্দিন বাদী হয়ে তাজল ইসলামকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে রায়পুর থানায় ওই মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা যায়, প্রায় ৪ বছর আগে ইউপি সদস্য তাজল ইসলাম তার ব্যক্তিগত ফেইজবুকে “আজকের পর থেকে এলাকায় কোন মাদক, জুয়া ও সন্ত্রাস চলবেনা” এ লেখা প্রকাশ করেন। এর জবাবে একই আইডিতে “তাজল ইসলাম- আপনি নিজে মাদক সেবন ও জুয়া খেলা বন্ধ করে ভালো হয়ে যান” এ লেখাটি একই এলাকার তছলিম উদ্দিনের ছেলে প্রবাসী আবুল খায়ের তার আইডিতে প্রকাশ করেন। এতে তাজল ইসলাম উত্তেজিত হয়ে “তুমি বিদেশ থেকে বাড়ী আসলে দেখাবো” এ হুমকি দেওয়ায় উভয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। গত ১৫ দিন আগে আবুল খায়ের ছুটিতে প্রবাস থেকে বাড়ীতে আসে। বুধবার বিকেলে স্থানীয় মিতালী বাজারে আবুল খায়ের বাজার করতে আসলে পূর্বের বিরোধের জের ধরে একা পেয়ে তাজল ইসলাম তার লোকদের নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পকেটে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আবুল খায়েরকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবুল খায়ের তার পরিবার ও আ’লীগের নেতাদের জানালে কোন প্রতিকার না পাওয়ায় থানায় মামলা করতে বাধ্য হন। এ ঘটনায় তাজল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলে সে সাংবাদিক পরিচয় দেওয়ায় তার ফোনের সংযোগ কেটে দেন। দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ও উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক এডভোকেট ইউছুফ আজম ছিদ্দিকী বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের দক্ষিন চরআবাবিল ইউনিয়নের প্রথম যুগ্মআহবায়ক তাজল ইসলামের সাথে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা জানান, আহত প্রবাসী আবুল খায়েরের পিতা তসলিম উদ্দিনের দায়ের করা মামলাটি গ্রহন করে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তবে চাঁদাবাজী ও পকেট থেকে ২ লাখ টাকা নেওয়ার ঘটনাটি সত্যতা পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments