বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeবিনোদনকুদ্দুস বয়াতির খাওয়া বন্ধ, একমাত্র ভরসা স্যালাইন

কুদ্দুস বয়াতির খাওয়া বন্ধ, একমাত্র ভরসা স্যালাইন

সদরুল আইন: ঢাকার মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি আছেন লোকগানের শিল্পী কুদ্দুস বয়াতি। তার অবস্থা বেশ খারাপ। হাসপাতালে নেয়ার আগে অল্প করে কিছু খেতে পারলেও এখন কোনো কিছুই খেতে পারছেন না।চিকিৎসক বলেছেন, তাঁর খাদ্যনালিতে সমস্যা গুরুতর। তাই স্যালাইনই এখন ভরসা।

কুদ্দুস বয়াতির মেজ ছেলে আলমগীর কুদ্দুস বলেন, ‘বাবার অবস্থা এখন বেশ খারাপ। বাবার কথা বলতেও কষ্ট হচ্ছে। তবে চিকিৎসকেরা যত্ন নিয়ে বাবার দেখাশোনা করছেন।

আমাদের ইচ্ছে বাবা কিছুটা সুস্থ হলেই তাঁকে নিয়ে ব্যাংকক যাওয়ার। সবাই বলছেন, বাবার যে সমস্যা সেটার আধুনিক চিকিৎসাসেবা সেখানে পাওয়া সম্ভব।
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ কুদ্দুস বয়াতি। তার অসুস্থতার খবর শুনে গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ডেকে নিয়ে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে তুলে দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments