শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা

এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা

মারুফা মির্জা: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের মাঠে দিন ব্যাপী এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, চৌহালী, বেলকুচি) আসনের সাংসদ মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি জ্যোর্তিবিজ্ঞানী এফ.আর সরকার, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, স্কুলের পরিচালনা পরিষদের ইসমাইল হোসেন উদয়, শওকত আলী, ছানোয়ার হোসেন ব্যাপারী, খোরশেদ আলম সরকার। পরে বর্ণাঢ্য আয়োজনে মোড়ক লড়াই, দড়ি, দৌড় সহ প্রায় অর্ধ শতাধীক প্রতিযোগীতায় অংশগ্রহন কারী হাজারো শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়। তখন শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি মমিন মন্ডল এমপি বলেন, শরীর মন ঠিক রাখতে হলে লেখা পড়া শিক্ষা গ্রহনের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সুলভ মানুষেরা কখনো পাপাচারে যুক্ত থাকতে পারেনা। মাদকে যুক্ত হবেনা। তাই সাংস্কৃতিক, ক্রীড়া সুলভ প্রতিটি ছাত্র-ছাত্রীর মানবিকতা গড়ে তুলতে হবে। আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধিতে আমি সহায়ক ভুমিকা পালন করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments