শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প শীর্ষক সভা

লক্ষ্মীপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প শীর্ষক সভা

মো: রবিউল ইসলাম: ইউএসএআইডির মা মণি মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ সভা ২০ মার্চ (মঙ্গলবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও সেভ দ্য চিলন্ড্রেন মা মণি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সির্ভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, মা মণি প্রকল্পের উপদেষ্টা বলরাম ভুই, পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার জামাল উদ্দিন, ইফতেখার আহমেদ। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও মা মণি প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বিগত দুই দশকে বাংলাদেশে মা, নবজাতক ও শিশু মৃত্যু হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনও মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে অনেক বাধা রয়েছে। ইউএসএআইডির মা মণি মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেভ দ্য চিলড্রেন ও সহযোগী সংস্থা সমূহ মা ও নবজাতক স্বাস্থ্য সংক্রান্ত কার্যকর কর্মসূচি গ্রহন করেছে। ২০২২ সালের মধ্যে মা ও নবজাতকের মৃত্যুহার হ্রাস করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যও জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামের লক্ষ্য অর্জনে মা মণি এমএনসিএসপি সহযোগীতা প্রদান করবে। প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments