শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাভারতে সাজা খেটে ফিরলেন ১১ কিশোরসহ ২৪ বাংলাদেশি

ভারতে সাজা খেটে ফিরলেন ১১ কিশোরসহ ২৪ বাংলাদেশি

কাগজ প্রতিবেদক: ভারতে আড়াই বছর কারাভোগের পর ২৪ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
পুলিশ জানায়, ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিওর হাতে কাছে তুলে দেয় পুলিশ।
ফেরত আসা হাবিবুর রহমান জানান, গত তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গালুরু শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়। পরে পুলিশ তাদের জেলে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের আড়াই বছর জেল দেয়। সাজার মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আবুল বাশার জানান, তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গালুরু শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়।
আড়াই বছর সাজার মেয়াদ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার আনা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments