বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দনিায় বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরমিানা

চান্দনিায় বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরমিানা

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলে নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী উর্মি আক্তার। শুক্রবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে বর ও কনেকে উদ্ধার করে শনিবার (২০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) এসএম জাকারিয়া বরের পিতাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। কনে ও বরের অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল আহাদ জানান, শুক্রবার রাত ১২টায় চান্দিনার মেহার গ্রামের মাদ্রাসা পড়–য়া ছাত্রী উর্মি আক্তার এর সাথে একই গ্রামের ছিদ্দিকুর রহমান এর ছেলে আব্দুল মান্নান (২৪) এর বিবাহের প্রস্তুতি নেয় উভয় পরিবার। খবর পেয়ে রাত দেড়টায় কনের বাড়ি থেকে বর ও বরের অভিভাবকসহ আটক করে থানায় এনে শনিবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত উভয় পক্ষের মুচলেকা নিয়ে বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments