শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের প্রতীবাদে রংপুরে ৭২ ঘন্টার আলটিমেটাম

সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের প্রতীবাদে রংপুরে ৭২ ঘন্টার আলটিমেটাম

জয়নাল আবেদীন: দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে গত বৃহস্পতিবার ডিবিসি নিউজের রংপুর স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, বার্তা২৪.কম এর রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসি নিউজের ক্যামেরা পারসন মহসীন এর উপর হামলা, ক্যামেরা ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিকরা।শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সাংবাদিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।এসময় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু বিচারে ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারে সময় বেঁধে দিয়েছে রংপুরের গণমাধ্যমকর্মীদের সকল সংগঠন।রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েসন,রংপুর ফটো সাংবাদিক এ্যাসোসিয়েসন, বেরোবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন দাবির প্রতি সংহতি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments