বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাঘাতক ব্যাধিতে আক্রান্ত পিতা-পুত্র বাঁচতে চায়

ঘাতক ব্যাধিতে আক্রান্ত পিতা-পুত্র বাঁচতে চায়

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ (বালাপাড়া) গ্রামে বসবাসকারী পিতা ফুল কুমার রবিদাশ (৪৫) ও পুত্র কার্তিক রবিদাশ (২৫) ঘাতক ব্যাধি কিডনি ও যক্ষ্মা রোগে আক্রন্ত হয়ে চিকিৎসা বিহীন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এছাড়া, অভাবের তারনায় না খেয়ে অসুস্থ পিতা পুত্রকে নিয়ে চরম দুর্দিনে দিনাতিপাত করছে অসহায় পরিবারটি। স্থানীয় ও পারিবারিক বিভিন্ন সূত্র জানায়, সহায়-সম্বলহীন পরিবারের উপার্জনক্ষম পিতা-পুত্র দু’জনই মরণ ব্যাধিতে আক্রন্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছেন। পরিবারে ৭ জন পোষ্য তাদের জুতা পালিশ উপর্জনের উপর নির্ভশীল ছিল। তা বন্ধ করে অসুস্থতায় ভুগছেন পিতা-পুত্রদ্বয়। তাছাড়া, তাদের ঔষধ-পথ্য ও চিকিৎসা-সেবার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। সমাজে নি¤œ বর্ণের বিবেচনায় ভিক্ষাবৃত্তি করতে পারেনা পরিবারটি। এ ব্যাপারে ফুল কুমার রবিদাশের স্ত্রী ও পুত্রবধূ কান্না বিজরীত কন্ঠে বলেন, পরিবারের ৭ জন সদস্যের মধ্যে উপার্জনক্ষম কেউই নেই। উপরন্ত অসুস্থ পিতা-পুত্রকে নিয়ে চরম বিপাকে পরতে হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে নারী ও শিশু হওয়ায় উপার্জনের কোন পন্থা নেই। কার্তিক রবিদাশ ভুগছেন কিডনি ও যক্ষ্মা রোগে আর তার পিতা ফুল কুমার রবিদাশ ভুগছেন কিডনিসহ আরো অন্যান্যে রোগে। গত বছর রংপুরের বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলেন। নিয়মিত চিকিৎসা করতে না পারায় বছর খানেক পর কিডনি রোগের সাথে যক্ষ্মা রোগেও আক্রান্ত হয়। স্থানীয় ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচীর আওতায় তিনি যক্ষ্মার চিকিৎসাও নেন। এতে অবস্থার আরও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তিনি কিছুদিন হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পিতা-পুত্রের চিকিৎসার্থে পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বান ব্যাক্তিদের নিকট সহযোগিতা কামনা করছেন। তাদের চিকিৎসার জন্য সহযোগিতার অর্থ পাঠানোর জন্য বিকাশ নম্বর-০১৭২০৫৬৩৯৯৫ ও ০১৭৮৯২৫৩০২৮ (ব্যক্তিগত)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments