শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরের হারাগাছে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

রংপুরের হারাগাছে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভা শনিবার দুপুরে রংপুরের হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ। দরদী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ, এস আই নুর আলম প্রমুখ। নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভায় কয়েকশত শিক্ষাথী এসময় শপথ বাক্য পাঠ করেন এবং নিজে বদলে সমাজ বদলে দেয়ার প্রতিশ্রতি দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments