বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ব্যবসায়ি হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

রংপুরে ব্যবসায়ি হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুকে হত্যা করে মটর সাইকেল ও নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাবার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামীর ফাঁসি এবং চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক গোলাম রসুল এ রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু পীরগজ্ঞের ধাপেরহাট বাজার থেকে সার ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে রাত ৮ টার দিকে পীরগজ্ঞ বন্দরে মটর সাইকেল যোগে ফেরার পথে খেজমতপুর বাজারের কাছে একদল সন্ত্রাসী তার মটর সাইকেল পথরোাধ করে তাদের হাতে থাকা রামদা দিয়ে সার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা একটি মোবাইল ফোন ও মটর স্ইাকেল ছিনতাই করে নিয়ে যায়। গুরতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করে। তদন্তকালে পুলিশ ৭ আসামীকে গ্রেফতার করে। এদের মধ্যে দুই আসামী সার ব্যবসায়ী বুলুকে হত্যা করে মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং ঘটনার সাথে জড়িতদের নাম প্রদান করে। তদন্ত শেষে ৮ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিজ্ঞ বিচারক আসামী বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে ফাঁসির আদেশ প্রদান করেন। অপর চার আসামী জহুরুল ইসলাম, শাহানুর , মিলন ও মোফাজ্জল হোসেনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments