বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানার্স শাহীনুর হত্যার বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

নার্স শাহীনুর হত্যার বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

অমর চাঁদ গুপ্ত অপু: কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার দুপুরে দিনাজপুর ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শাখার উদ্যোগে হাসপাতালের সামনে তারা এই মানববন্ধন পালন করে। মানববন্ধনে ডিপ্লোমা নার্সেস এসোসেশন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল শাখার সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. শাহিন, সহসভাপতি মোছা. সুফিয়া আক্তার, জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোছাম্মৎ সুরাইয়া জেবীন, উপ-সেবা তত্বাবধায়ক খন্দকার সুফিয়া আক্তার বানু, নার্সিং কর্মকর্তা সুলিয়া আন্না টুডু, ফেরদৌসী বেগম শিল্পী, মোছা. মেহের নেগার দুলী, মো. ইউসুফ আলীসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৬ মে ঢাকা থেকে কিশোরগঞ্জে নিজ বাড়ীতে আসার পথে কিশোরগঞ্জের বাজিতপুর-পিরিজপুর রুটে চলাচলকারী স্বর্ণলতা পরিবহনের একটি চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করে রাস্তায় ফেলে দেয় বাসের চালক ও হেলপারসহ তার সহযোগিরা। তানিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় বাসের চালক নূরুজ্জামান নূরু (৩৯) ও সহকারী লালন মিয়াসহ (৩২) মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments