শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

কেশবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

জি এম মিন্টু: কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা সমাধানের আয়োজনে পিকেএসএফ-এর অর্থায়নে রবিবার সকালে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রেগ্রাম অফিসার রোম্য উপস্থাপক মুনছুর আলীর সঞ্চালনায় সমাধানের কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাধানের উপ-পরিচালক আবু জাফর মাতুব্বর, সহ-পরিচালক শফিউল ইসলাম শফিক, অভিভাবক রোজিনা বেগম, শিক্ষা উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ইউসুফ হোসেন, শাহারিনা খাতুন প্রমুখ। উল্লেখ্য সমাধানের প্রকল্প এলাকায় ৫৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে উক্ত শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments